চলতি নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বেশ আত্মবিশ্বাসী। তিনি জয়লাভ করবেন।
মঙ্গলবার ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকের এসব কথা বলেন। ফল ঘোষণা করতে কিছুটা সময় লাগতে পারে বলে তিনি হতাশাও প্রকাশ করেন। খবর সিএনএনের।
ট্রাম্প বলেন, আমি খুব আত্মবিশ্বাসী বোধ করছি। শুনেছি আমরা সব জায়গায় খুব ভালো করছি।
ট্রাম্প অভিযোগ করেন, ফল গণনা করতে অনেক সময় লাগবে, যদিও তারা মেশিনে এত টাকা খরচ করেছে। তিনি ফরাসি নির্বাচনকে দ্রুত ফল ঘোষণার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্প বারবারই মেইল-ইন ব্যালট গণনায় দীর্ঘসূত্রতার কথা তুলে ধরে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশের চেষ্টা করে আসছেন।
২০২০ সালে ট্রাম্প মেইল-ইন ব্যালটকে বিপজ্জনক ও দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেছিলেন। সেবার তিনি বলেন, এসব বড় আকারের নির্বাচনী জালিয়াতি।
প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। এই নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যাশ্চর্য এক প্রত্যাবর্তন চাইছেন।
গত কয়েক সপ্তাহের জরিপে ট্রাম্প-হ্যারিস দুজনেরই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। ভোটের ফল যা-ই হোক না কেন, তা আগামী চার বছরের জন্য মার্কিন রাজনীতি এবং পররাষ্ট্রসহ বিভিন্ন নীতি নির্ধারণ করবে।
বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
আরএইচ