ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বন্ধু-পরিবারের সঙ্গে বসে ফল পর্যবেক্ষণ করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
বন্ধু-পরিবারের সঙ্গে বসে ফল পর্যবেক্ষণ করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শেষে গণনার পর ফল সামনে আসতে থাকবে।

এই নির্বাচনে প্রার্থী হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

ইতোমধ্যে তিনি ভোটও দিয়েছেন। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, তিনি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী।

ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লাগো রিসোর্টে পরিবার ও বন্ধুদের একটি ছোট গ্রুপের সঙ্গে বসে নির্বাচনী ফল পর্যবেক্ষণ করবেন। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র সিএনএনকে এমনটি জানিয়েছে।

মার-এ-লাগো রিসোর্টে একটি ডিনার পার্টিতে ট্রাম্প তার ক্লাবের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি মঙ্গলবারের পুরো সন্ধ্যা অতিথিদের সঙ্গে কথা বলার জন্য সেখানে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। তিনি অতিথিদের সাথে মিশে সময় কাটানোর পরিকল্পনা করেছেন।

সাবেক প্রেসিডেন্টের প্রচারণা দলের সদস্যরা ওয়েস্ট পাম বিচে তার প্রচারণা সদর দপ্তরে একটি ওয়ার রুম স্থাপন করছে।  

এটি নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হবে এবং ট্রাম্পের প্রচারণার কার্যক্রমকে সমন্বয় করতে সহায়তা করবে।  

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ