ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মহাকাশ থেকে ভোট দিলেন কয়েক নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
মহাকাশ থেকে ভোট দিলেন কয়েক নভোচারী

মহাকাশ থেকে ভোট দিয়েছেন কয়েকজন নভোচারী। বাচ উইলমোর, সুনি উইলিয়ামস ও ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আগাম ভোট দেন।

নির্বাচন নিয়ে কাজ করা টেক্সাসের হ্যারিস কাউন্টি ক্লার্ক অব কোর্ট এমনটি জানায়। খবর সিএনএনের।

নাসার নভোচারীরা নির্বাচনের দিনে নিজেদের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। এতে দেখা যায়, তারা জাতীয় পতাকা রঙের মোজা পরা অবস্থায় রয়েছেন। এটি তাদের নির্বাচনী আবহের প্রতি সমর্থন প্রকাশের একটি উপায়।

নভোচারীদের মধ্যে দুজনের মোজায় লেখা ছিল- গর্বিত আমেরিকান।  

ছবিতে থাকা নভোচারীরা টেক্সাসের হ্যারিস কাউন্টির আগাম ভোট দেওয়া ১২ লাখ নাগরিকের অংশ।

যেভাবে সাধারণত মহাকাশ স্টেশন এবং মিশন কন্ট্রোলের মধ্যে তথ্য স্থানান্তরিত হয়, সেভাবেই মহাকাশে দেওয়া ভোটগুলো পৃথিবীতে পাঠানো হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর মহাকাশ স্টেশন থেকে উইলিয়ামস সাংবাদিকদের বলেছিলেন, এটি আমাদের নাগরিক হিসেবে একটি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আমি মহাকাশ থেকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যা সত্যিই দারুণ।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মঙ্গলবার ভোটগ্রহণ চলছে। জাতীয় এ ভোট পরবর্তী প্রেসিডেন্টের পাশাপাশি প্রতিনিধি সভা ও সিনেট গঠনও নির্ধারণ করবে।

এ নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

গত কয়েক সপ্তাহের জরিপে দুজনেরই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। ভোটের ফল যা-ই হোক না কেন, তা আগামী চার বছরের জন্য মার্কিন রাজনীতি এবং পররাষ্ট্রসহ বিভিন্ন নীতি নির্ধারণ করবে।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
আরএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।