ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হারিকেন রাফায়েলের আঘাতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে কিউবা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
হারিকেন রাফায়েলের আঘাতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে কিউবা 

কিউবায় আঘাত হেনেছে ক্যাটাগরি-৩ হারিকেন রাফায়েল। হারিকেনের জেরে তীব্র বাতাসে ভেঙে পড়েছে দেশটির বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা।

 

স্থানীয় সময় বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় হারিকেনটি দেশটির উপকূলে আছড়ে পড়লে বিদ্যুৎহীন হয়ে পড়েছে সমগ্র কিউবা।

ঘণ্টায় ১৮৫ বিলোমিটার বেগে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা এবং কাদা ধসের সতর্কতাসহ ক্যাটাগরি-৩ এই ঝড়টি কিউবার স্থলভাগে আছড়ে পড়ে।

দেশটির জাতীয় শক্তি সংস্থার এক বিবৃতিতে জানিয়েছে, হারিকেন রাফায়েলের কারণে সৃষ্ট শক্তিশালী বাতাসের কারণে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। খবর বিবিসি।

গত অক্টোবরে হারিকেন অস্কার আঘাত হানার সময় জ্বালানি অবকাঠামোর কিছু সমস্যার কারণে চার দিন দেশটির লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। এর কয়েক সপ্তাহ 
না যেতেই আবারও দেশটিতে বিদ্যুৎ বিপর্যয়ের এই ঘটনা ঘটল।  

বিশেষজ্ঞরা অনেকদিন ধরে সাবধান করে আসছেন কিউবার পাওয়ার গ্রিড ভেঙে পড়ার মুখে রয়েছে। কারণ হিসেবে তারা বলছেন দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো অনেক পুরোনো। এছাড়া সরকারও জ্বালানি কিনতে পারছে না। সোভিয়েত ইউনিয়নের পতনের পর জ্বালানি ব্যবস্থাপনার ক্ষেত্রে কিউবার অবস্থা কেবলই খারাপ হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।