ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গাজা-লেবাননে ইসরায়েলের যুদ্ধ বন্ধ চান সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
গাজা-লেবাননে ইসরায়েলের যুদ্ধ বন্ধ চান সৌদি যুবরাজ

সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান আশা করছেন, ইসরায়েল শিগগিরই গাজা ও লেবাননে সামরিক আগ্রাসন বন্ধ করবে।

রিয়াদে আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ শীর্ষ সম্মেলনের শুরুর দিন তিনি এমন আশার কথা জানান।

সোমবার যৌথ শীর্ষ সম্মেলনের আগে দেওয়া এক ভাষণে যুবরাজ ফিলিস্তিনি ও লেবানিজ জনগণের ওপর চালানো গণহত্যার নিন্দা জানান।  

তিনি ইসরায়েলকে পরবর্তী কোনো আগ্রাসন থেকে বিরত থাকার আহ্বান জানান এবং বিশ্বব্যাপী দেশগুলোকে ফিলিস্তিনের রাষ্ট্রত্বকে স্বীকৃতি দিতে জোর দেন।

সালমানের সঙ্গে সুর মিলিয়ে আরব লিগের মহাসচিব আহমেদ আবদুল ঘেইতও গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানান। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের দুর্দশা কোনোভাবে কথায় বর্ণনা করা সম্ভব নয়।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নেওয়া ইসরায়েলের পদক্ষেপগুলো স্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টাকে দুর্বল করছে। কেবল ন্যায়ের মাধ্যমে আমরা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হব।  

বিশ্ব ইসরায়েলি সহিংসতার প্রতি চোখ বন্ধ করে থাকতে পারে না, জোর দিয়ে বলেন আরব লিগের মহাসচিব।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।