মার্কিন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা জিতেছে রিপাবলিকান পার্টি। বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।
রিপাবলিকান পার্টি কমপক্ষে ২১৮টি আসনে জিততে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, এবং তাদের চূড়ান্ত সংখ্যা ২২০-২২২ এর মধ্যে থাকতে পারে।
এনবিসি নিউজ বুধবার জানায়, রিপাবলিকানরা খুবই সরু ব্যবধানে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ধরে রাখবে। ফলে ডোনাল্ড ট্রাম্পের দল এখন ওয়াশিংটনে সব ধরনের ক্ষমতার নিয়ন্ত্রণ হাতে পেয়ে যাবে।
রিপাবলিকান- নিয়ন্ত্রিত কংগ্রেস ট্রাম্পকে তার মন্ত্রিসভা এবং অন্যান্য শীর্ষ প্রশাসনিক পদগুলো দ্রুত পূর্ণ করার সুযোগ দেবে এবং আগামী দুই বছর ধরে তার এজেন্ডা বাস্তবায়নে সাহায্য করবে। তবে ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটে ছোট সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে কিছুটা প্রভাব রাখতে পারবে।
এদিকে নির্বাচনে জেতার পর এই প্রথম হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার বাংলাদেশ সময় রাত ১০টার পর ডোনাল্ড ট্রাম্প ওভালে অফিসে পৌঁছান।
যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নতুন নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।
গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম বাইডেন ও ট্রাম্পের সাক্ষাৎ হলো। সেই বিতর্কের পর চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
আরএইচ