ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইহুদি যাজক খুন, যৌথ তদন্তে মোসাদ-আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
ইহুদি যাজক খুন, যৌথ তদন্তে মোসাদ-আমিরাত

ইসরায়েল জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ হওয়া এক রাবাইকে (ইহুদি ধর্মীয় নেতা বা শিক্ষক বা যাজক) হত্যা করা হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে যে, হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

খবর বিবিসির।

রাবাইয়ের মৃত্যুর খবর শোনার পর রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রীর বলেছে, জভি কোগান হত্যাকাণ্ড অপরাধমূলক ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী ঘটনা। ইসরায়েল সামর্থ্য অনুযায়ী তার মৃত্যুর জন্য দায়ী অপরাধীদের বিচারের আওতায় আনবে।  

অর্থোডক্স ইহুদি সংগঠন চাবাদের একজন দূত ছিলেন রাবাই কোগান। গত বৃহস্পতিবার তিনি দুবাই থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ একটি যৌথ তদন্ত শুরু করে।

কোগান ইসরায়েলি-মলদোভান নাগরিক। নিখোঁজ হওয়ার পর থেকেই ইসরায়েলি কর্মকর্তারা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলেও ইসরায়েলের বিবৃতিতে উল্লেখ করা হয়।

জভি কোগানের মরদেহ উদ্ধারের পর তার পরিত্যক্ত গাড়িটি তার বাড়ি থেকে এক ঘণ্টা দূরের এক স্থানে পাওয়া যায়। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এ হত্যাকাণ্ডকে ঘৃণিত ও ইহুদি-বিদ্বেষী হামলা হিসেবে আখ্যা দেন।

চাবাদ একটি ধর্মীয় প্রতিষ্ঠান যা অ-অধিভুক্ত এবং সেক্যুলার ইহুদী বা অন্যান্য ইহুদি উপ-সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রতিষ্ঠানটির শাখাটি হাজারো ইহুদি পর্যটক ও বাসিন্দাকে সহায়তা দিয়ে থাকে। ওয়েবসাইটে এমনটিই উল্লেখ করা রয়েছে।

২৮ বছর বয়সী রাবাই জভি কোগান চাবাদের অন্য প্রতিনিধিদের সাথে মিলে সংযুক্ত আরব আমিরাতে ইহুদি জীবন প্রতিষ্ঠা ও সম্প্রসারণের জন্য কাজ করছিলেন, বলে জানায় সংস্থাটি। তিনি দুবাইয়ে একটি কোশের সুপারমার্কেটও পরিচালনা করতেন। ইহুদি ধর্ম অনুযায়ী অনুমোদিত বা বৈধ খাবারকে কোশের বলা হয়।

ইসরায়েল সরকার নাগরিকদের জন্য একটি ভ্রমণ সতর্কতা জারি করেছে। শুধুমাত্র প্রয়োজনীয় কারণে সেখানে ভ্রমণ করা যাবে। দেশটি বলছে, সংযুক্ত আরব আমিরাতে সন্ত্রাসী কার্যক্রম চলে। সেখানে অবস্থান করা ইসরায়েলিদের বাস্তবসম্মত ঝুঁকি রয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করা আব্রাহাম অ্যাকর্ডস নামে এক চুক্তির অধীনে ইসরায়েল আবুধাবির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছিল।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।