ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণহানি ২৭ 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণহানি ২৭ 

নাইজেরিয়ার নৌকাডুবিতে অন্তত ২৭ জনের প্রাণ গেছে। নাইজার নদীতে এ ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।

নৌকায় প্রায় দুইশ যাত্রী ছিলেন। খবর আল জাজিরার।

নাইজার প্রদেশের জরুরি পরিষেবা ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম অদু বলেন, বৃহস্পতিবার রাতে নৌকাডুবির ঘটনা ঘটে। অর্ধেকের বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন। তিনি জানান, কোগি প্রদেশ থেকে যাত্রীরা নাইজার প্রদেশের এক খাবারের বাজারে যাচ্ছিলেন।

কোগি প্রদেশের জরুরি পরিষেবা সংস্থার মুখপাত্র সান্দ্রা মুসা জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকারীরা নদী থেকে ২৭টি মরদেহ তুলতে পেরেছেন। স্থানীয় ডুবুরিরা নিখোঁজ যাত্রীদের সন্ধান চালাচ্ছেন।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে সম্ভাব্য কারণগুলোর মধ্যে তিনি তীব্র ঝাঁকুনি এবং নৌকার বয়সকালের বিষয় উল্লেখ করেন। এত প্রাণহানির জন্য তিনি জীবন রক্ষাকারী জ্যাকেটের সংকটকে দায়ী করেন। যে মরদেহগুলো পাওয়া গেছে, তাদের কারো এ জ্যাকেট ছিল না।

নাইজেরিয়ার জাতীয় জরুরি পরিষেবা সংস্থার দায়িত্বে থাকা জাস্টিন উওয়াজুরুনে বলেন, দুর্ঘটনার স্থান শনাক্ত করতেই উদ্ধারকারীদের বেশ কয়েক ঘণ্টা লেগে যায়।

কোগি প্রদেশের গভর্নর আহমেদ উসমান ওদোদো এক বিবৃতিতে বলেন, ভুক্তভোগীরা ছিলেন নারী, ব্যবসায়ী ও শিল্পী, যারা বৈধ ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত ছিলেন।

এটি নাইজেরিয়ার ব্যস্ত জলপথে ঘটে যাওয়া একের পর এক নৌকাডুবির সর্বশেষ ঘটনা। সেখানকার কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা এবং জলপথ পরিবহনের নিয়ম-নীতি বাস্তবায়নে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।