ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিদায়ের আগে ভোল পাল্টে ছেলেকে বাঁচালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
বিদায়ের আগে ভোল পাল্টে ছেলেকে বাঁচালেন বাইডেন

ছেলে হান্টার বাইডেনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার লক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজ ক্ষমতা বলে নিঃশর্ত ক্ষমা ঘোষণা করেছেন।  

এর ফলে মাদক ও কর মামলায় হান্টার বাইডেনের শাস্তি স্থগিত হবে এবং তাকে কারাগারে যেতে হবে না।

গত জুন মাসে হান্টার বাইডেন মাদকাসক্ত হওয়ার পরেও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনা ও বহন করার দায়ে দোষী সাব্যস্ত হন। এই মামলা এবং মাদকাসক্তি তার পারিবারিক জীবন বিশৃঙ্খল করে দিয়েছিল। এরপর, সেপ্টেম্বর মাসে ১.৪ মিলিয়ন অনাদায়ী করের বিপরীতে তিনি অন্তত ৯টি কর সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হন, যদিও সে সময় তিনি  যৌনকর্মী, নারী, দামি গাড়ি এবং মাদকসহ অন্য বিলাসিতায় দু'হাতে খরচ করে যাচ্ছিলেন।

বাইডেনের এই সিদ্ধান্ত তার দৃষ্টিভঙ্গির বড় পরিবর্তন বলা যেতে পারে, এর আগে তিনি বলেছিলেন,  দোষী সাব্যস্ত হলে তিনি তার ছেলেকে ক্ষমা করবেন না। যদিও তিনি এই দাবিও করেছিলেন যে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা নির্বাচনকে সামনে রেখে হান্টার বাইডেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ক্ষমা ঘোষণার পর  হান্টার বাইডেন তার প্রতিক্রিয়ায় বলেছেন, আমি আমার ভুলগুলো স্বীকার করেছি এবং আমার আসক্তির অন্ধকার সময়গুলোতে আমি যে ভুলগুলো করেছি তার জন্য দায় নিচ্ছি। এইগুলো এমন সব ভুল যা আমার এবং আমার পরিবারকে রাজনৈতিক খেলার চালে প্রকাশ্যে লজ্জিত ও অপমানিত করতে ব্যবহৃত হয়েছে। এসব সত্ত্বেও, আমি পাঁচ বছরেরও বেশি সময় ধরে ধর্য্য ধরেছি, কারণ আমার পরিবার-বন্ধুদের অবিচল ভালোবাসা ও সমর্থনের প্রতি আমার গভীর বিশ্বাস ছিল। মাদকাসক্তির মধ্যে, আমি অনেক কিছু নষ্ট করেছি। আজ আমি যে দয়া পেয়েছি, তার সঠিক মূল্যায়ন করে জীবন পুনর্গঠন এবং সেই সব মানুষের সাহায্যে নিবেদিত হবো যারা এখনও অসুস্থ এবং কষ্টে আছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।