ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় মসজিদের বাইরে বোমা হামলা, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
নাইজেরিয়ায় মসজিদের বাইরে বোমা হামলা, বহু হতাহত

ঢাকা: নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে দফায় দফায় গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। শোনা গেছে গুলিবিনিময়ের শব্দও।

এতে বহুসংখ্যক মুসল্লির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

দেশটির উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর কানোর ‘আমির’স প্যালেস’ মসজিদের বাইরে শুক্রবারের (২৮ নভেম্বর) জুমার নামাজের জনসমাগমকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

একজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, জুমার নামাজ শুরু হওয়ার পরপরই শাহী মসজিদটির বাইরে পরপর দু’টি শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই দুটি বোমা বিস্ফোরণস্থলের কিছুটা দূরে আরও একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এ সময় মসজিদের ভেতরে কানো শহরের প্রশাসক (আমির) সানসুই লামিদো অবস্থান করছিলেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বোমা হামলার পর গুলিবিনিময়ের শব্দ শোনা গেছে, তবে কে বা কারা গুলি করছিল এ ব্যাপারে তারা নিশ্চিত হতে পারেননি।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।