ঢাকা: মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারককে হত্যা মামলা থেকে খালাস দিয়েছেন কায়রোর একটি আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ থেকেও খালাস দেওয়া হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।
২০১১ সালে হোসনি মোবারকে ক্ষমতাচ্যুত করতে বিক্ষোভ শুরু। এ সময় তার নির্দেশে প্রায় আটশ বিক্ষোভকারী নিহত হওয়ার অভিযোগ ওঠে। এছাড়া ইসরায়েলে তেল রপ্তানির সময় তিনি দুর্নীতি করেছেন বলেও অভিযোগ ওঠে।
শনিবার মামলা দু’টির শুনানি শেষ তাকে নির্দোষ বলে জানান আদালত। এ সময় আদালতে উপস্থিত মোবারকের সমর্থকরা উল্লাসে মেতে উঠেন।
তবে ২০১২ সালের সরকারি অর্থ আত্মসাতের অপর এক মামলায় তিনি বর্তমানে তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪/আপডেট: ১৫৪৬ ঘণ্টা