ঢাকা: পশ্চিম আফ্রিকা থেকে বিশ্বের অন্যান্য দেশেও মরণঘাতী ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার ‘উচ্চঝুঁকি’ রয়েছে বলে সতর্ক করে দিয়েছেন দেশটিতে জাতিসংঘের ইবোলা মিশনের প্রধান টনি বানবুরি।
পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনের সবচেয়ে ইবোলা পীড়িত এলাকা রাজধানী ফ্রিটাউনে এক বক্তৃতায় তিনি এ কথা জানান।
গত অক্টোবরে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে বানবুরি জানান, যদি ভাইরাসের প্রাদুর্ভাব থামানো যায় তাহলে ১লা ডিসেম্বরের মধ্যে ৭০ ভাগ আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া ও ৭০ ভাগ নিহতদের সমাহিত করা সম্ভব হবে।
আজ (১লা ডিসেম্বর) তিনি জানান, গিনি, সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় তাদের লক্ষ্যের ৭০ ভাগ পূর্ণ হয়েছে। কিন্তু সিয়েরা লিওনের ফ্রিটাউন ও পোর্ট লোকোর মতো স্থানে পরিস্থিতি খারাপ হচ্ছে। এসব এলাকায় আমাদের ক্ষমতানুযায়ী সাহায্য করতে হবে।
এদিকে রোববার মৃতদেহ সমাহিত করার জন্য রাজধানীতে নতুন করে বুলড্রোজার দিয়ে বিস্তীর্ণ এলাকা পরিষ্কার করা হয়।
পরিষ্কার করা স্থানগুলোতে মৃতদেহ বহনকারী গাড়ি একটার পর একটা এসে থামছিল। আর শত শত শ্রমিক কবর খুঁড়ছিল।
২৯ নভেম্বর পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়, ইবোলায় ৬ হাজার ৯২৮ জন নিহত হয়েছেন। ৬ হাজারের বেশি মানুষ ইবোলায় আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪