ঢাকা: ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের প্রধান আবুবকর আল-বাগগাদির স্ত্রী ও ছেলেকে আটক করেছে লেবানিজ সেনাবাহিনী।
দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, সোমবার সিরীয় সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
খবরে বলা হয়, ১০ দিন আগে তারা লেবাননে প্রবেশ করেছিল। লেবাননের সামরিক গোয়েন্দা কমকর্তারা তাদের আটক করে নিয়ে গেছে।
লেবাননের সংবাদপত্র আল-সাফির জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত জুনে বাগদাদিকে আইসের প্রধান (খলিফা) ঘোষণা করা হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে মার্কিন জোটের অভিযানে তার মৃত্যুর খবর প্রচারিত হয়। কিন্তু গত মাসে আইএস থেকে জানিয়ে দেওয়া হয়, বাগদাদি বেঁচে আছেন। তার কিছু হয়নি।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪