ঢাকা: কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে। জঙ্গি গোষ্ঠী আল-শাবারের হামলায় ৩৩ শ্রমিক নিহতের পর প্রেসিডেন্ট তাদের অপসারণ করেন।
হামলার পর প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টা সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে পিছপা হব না।
এর আগে সোমালীয় সীমান্তের কাছে মান্দেরা এলাকায় ৩৬ জন শ্রমিককে হত্যা করে আল-শাবাব। মঙ্গলবার মধ্যরাতে পাথর খনিতে ঘুমন্ত শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়। নিহতরা সবাই অমুসলিম।
** কেনিয়ায় বন্দুকধারীর গুলিতে ৩৬ শ্রমিক নিহত
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪