ঢাকা: মিশরে ১৮৮ জন মুসলিম ব্রাদারহুড সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে সেদেশের আদালত।
২০১৩ সালে কায়রোর কাছে একটি থানায় হামলার ঘটনায় আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়।
বুধবার (০৩ ডিসেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করে।
২০১৪ সালের ১৪ আগস্ট কারদাসা গ্রামের ওই থানাতে হামলায় কমপক্ষে ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হন।
নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুড বর্তমানে পদচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ফের ক্ষমতায় আনার দাবিতে আন্দোলন করছে।
২০১২ সালের ৩ জুন নির্বাচনে ৫১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে জয়ী ব্রাদারহুড সমর্থিত মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। কিন্তু দায়িত্ব গ্রহণের মাত্র এক বছরের মাথায় ২০১৩ সালের ৩ জুলাই মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী।
বাংলাদেশ সময়: ০৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪