ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে ১৮৮ ব্রাদারহুড সমর্থককে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
মিশরে ১৮৮ ব্রাদারহুড সমর্থককে মৃত্যুদণ্ড

ঢাকা: মিশরে ১৮৮ জন মুসলিম ব্রাদারহুড সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে সেদেশের আদালত।

২০১৩ সালে কায়রোর কাছে একটি থানায় হামলার ঘটনায় আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়।



বুধবার (০৩ ডিসেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করে।

২০১৪ সালের ১৪ আগস্ট কারদাসা গ্রামের ওই থানাতে হামলায় কমপক্ষে ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হন।

নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুড বর্তমানে পদচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ফের ক্ষমতায় আনার দাবিতে আন্দোলন করছে।

২০১২ সালের ৩ জুন নির্বাচনে ৫১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে জয়ী ব্রাদারহুড সমর্থিত মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। কিন্তু দায়িত্ব গ্রহণের মাত্র এক বছরের মাথায় ২০১৩ সালের ৩ জুলাই মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ০৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।