ঢাকা: ফ্রান্সের সর্বশেষ বন্দিকে মুক্তি দিয়েছে জঙ্গিরা। তিনবছর আগে সার্গেই লাজারেভিক নামের ওই ব্যক্তিকে আটক করেছিল আল-কায়েদা ইন দ্য ইসলামিক মেগরাব (একিউআইএম)।
মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্র্যাঁসোয়া ওঁলাদ লাজারেভিকের মুক্তির ঘোষণা করেন।
২০১১ নভেম্বরে মালিতে অস্ত্রের মুখে সার্গেই লাজারেভিককে জিম্মি করে একিউআইএম।
গত বছর ফ্রান্সের আরেক নাগরিক ফিলিপ ভারদনকে হত্যা করেছিল আল-কায়েদা ইন দ্য ইসলামিক মেগরাব (একিউআইএম)। মালির অভ্যন্তরীণ ব্যাপারে ফ্রান্সের হস্তক্ষেপের জন্য তাকে হত্যা করা হয়।
ওঁলাদ বলেন, জঙ্গিদের হাতে আর কোনো ফ্রান্সের নাগরিক জিম্মি নেই।
বিবিসির খবরে বলা হয়, মুক্তিপ্রাপ্ত লাজারেভিক ভালো আছেন। নাইজার হয়ে তিনি ফ্রান্সে যাচ্ছেন।
পশ্চিম আফ্রিকায় সেনা মোতায়েনের প্রতিশোধ হিসেবে ২০১৩ সালের জানুয়ারিতে একিউআইএম ১৪ জন ফ্রান্সের নাগরিককে জিম্মি করেছিল।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪