ঢাকা: রাশিয়ার জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলে দেশবাসীকে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সম্প্রতি পার্লামেন্টে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি রাশিয়ানদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
পুতিন বলেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়া ইতোমধ্যে তেলের দাম নিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তাছাড়া পশ্চিমারা অবরোধ আরোপ করেছে। সামনে আমাদের কঠিন সময় অপেক্ষা করছে।
এমনকি আগামী বছরে রাশিয়ায় অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলেও সতর্ক করে দিয়েছে পুতিন সরকার।
তিনি ‘শত্রু’রা রাশিয়ায় যুগোস্লাভিয়ার মতো অবস্থা সৃষ্টি করতে চাইছে বলেও অভিযোগ করেন।
তিনি বলেন, শত্রুদের উদ্দেশ্যে হচ্ছে রাশিয়াকে বিচ্ছিন্নতাবাদীদের হাতে তুলে দেওয়া কিন্তু এটা হতে দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৪