ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালদ্বীপে দুর্যোগ, জরুরি পানি সরবরাহ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৪
মালদ্বীপে দুর্যোগ, জরুরি পানি সরবরাহ ভারতের ছবি: সংগৃহীত

ঢাকা: মালদ্বীপের রাজধানী মালেতে দেশটির সর্ববৃহৎ পানি পরিশোধন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রাজধানীর প্রায় লক্ষাধিক মানুষের বিশুদ্ধ খাবার পানির ঘাটতি দেখা দিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করেছে সরকার।

এই বিপর্যয়ে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের সহযোগিতা চেয়েছে দেশটি।

ভারত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপপুঞ্জের রাষ্ট্রটির এই আবেদনে সাড়া দিয়ে ইতোমধ্যে বড় পাঁচটি উড়োজাহাজে করে বিশুদ্ধ খাবার পানি পাঠিয়েছে ভারত সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন তার অফিসিয়াল টুইটার বার্তায় এ খবর নিশ্চিত করে জানান, ফার্স্ট আইএল-৭৬ উড়োজাহাজ পাঁচটি বিশুদ্ধ খাবার পানি নিয়ে মালেতে অবতরণ করেছে। সেখানকার ভারতীয় হাইকমিশনার ইতোমধ্যে এই সহায়তা হস্তান্তর করেছেন।

মালদ্বীপের সরকার বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শরিফ বলেন, অগ্নিকাণ্ডের পর রাজধানীর লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়ায় ‘দুর্যোগ অবস্থা’ (ক্রাইসিস সিচ্যুয়েশন) ঘোষণা করেছে সরকার।

তিনি জানান, পরিশোধন কেন্দ্রটি পুনর্সংস্কার করতে বেশ সময় লাগবে। এ অবস্থায় লবণাক্ত জলরাশি বেষ্টিত মালদ্বীপে বিশুদ্ধ খাবার পানি প্রয়োজন। সে কারণে ভারত, শ্রীলঙ্কা, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।

তবে, রাজধানীর হাসপাতাল ও পর্যটন হোটেলগুলোর নিজস্ব পানি পরিশোধন কেন্দ্র থাকায় অনেক বড় বিপর্যয় এড়ানো গেছে বলে মনে করছে সংবাদ মাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।