ঢাকা: বিদায়ী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল আফগানিস্তানে শেষ সফরটা করে ফেললেন। শনিবার অঘোষিত সফরে তিনি রাজধানী কাবুলে পৌঁছান।
ভয়েব অব আমেরিকার খবরে বলা হয়, সফরে যাওয়ার আগে হেগেল সাংবাদিকদের বলেন, তালেবান মোকাবিলায় আফগান নিরাপত্তা বাহিনীর ক্ষমতা আছে বলে তিনি মনে করেন।
সফরে তিনি আফগান উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠার অজুহাতে ২০০১ সালে ন্যাটো বাহিনী অভিযান শুরু করে। বিদেশি সেনারা দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পর আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি হয়।
৩১ ডিসেম্বর আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনীর সব সেনা প্রত্যাহার করা হবে। তবে সেখানে ১২ হাজার ৫০০ মার্কিন সেনা অবস্থান করবে।
গত মাসে আফগানিস্তান ও কাবুলের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তি অনুযায়ী, ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার কাজে নিয়োজিত থাকবে এসব মার্কিন সেনা।
এদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অ্যাশটন কার্টারের নাম এসেছে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪