ঢাকা: জোট সরকারে টানাপোড়েনের জেরে আকস্মিক নির্বাচন ডেকে এখন নিজেই তা ঠেকাতে চাইছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ জন্য ব্যতিব্যস্ত হয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী আবিদগোর লিবারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলেছেন।
দেশটির প্রভাবশালী দৈনিক ‘ইয়েদিয়ত আহারনত’ রোববার (০৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া।
গত সপ্তাহে অর্থমন্ত্রী ইয়ার লাপিদ ও বিচার বিষয়ক মন্ত্রী তজিপি লিভনিকে অপসারণের পর আগামী ১৭ মার্চ নির্বাচনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
বর্তমান সংসদ (নেসেট) বিলুপ্ত করতে এবং মার্চে আগাম নির্বাচন সম্পন্ন করতে গত ৩ ডিসেম্বর প্রাথমিক ভোটও দিয়ে ফেলেছেন ইসরায়েলি এমপিরা। সোমবার (০৮ ডিসেম্বর) চূড়ান্ত ভোটগ্রহণ শেষে এ সংক্রান্ত বিলও পাস করে ফেলার কথা রয়েছে তাদের।
দৈনিক ইয়েদিয়ত আহারনত’র প্রতিবেদনে জানা যায়, শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে লিবারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে লাপিদের ইয়েশ আতিদ পার্টি ও লিভনির দল হতনুয়া পার্টিকে বাদ দিয়ে অন্য সমমনা দল নিয়ে বিকল্প জোট গড়তে আলোচনা করেছেন নেতানিয়াহু। একইসঙ্গে আগাম নির্বাচন ঠেকাতে প্রয়োজনীয় করণীয় নির্ধারণের নির্দেশ দিয়েছেন।
অবশ্য, প্রধানমন্ত্রীর কার্যালয় এই খবর নাকচ করে দিয়েছে। একইসঙ্গে এই খবরকে ‘কূটচাল’ বলেও মন্তব্য করেছে।
জানা যায়, লিবারম্যানের সঙ্গে বৈঠকে উদারপন্থি ইয়েশ আতিদ পার্টি ও হতনুয়া পার্টির স্থলে কট্টরপন্থি সমমনা দল নিয়ে নতুন জোট গঠনে তৎপরতা শুরু করতে নির্দেশ দেন নেতানিয়াহু।
সংসদে একটি বিল পাসসহ কয়েকটি সিদ্ধান্তের ব্যাপারে সম্প্রতি নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট সরকারে মতবিরোধ দেখা দেওয়ায় ২ ডিসেম্বর লাপিদ ও লিভনিকে অপসারণ করে ৩ ডিসেম্বর আকস্মিক নির্বাচনের ডাক দেন নেতানিয়াহু।
নির্বাচনের ঘোষণা দিয়ে তিনি বলেন, সরকারে থেকে কোনো ধরনের বিরোধিতা সহ্য করা হবে না।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, জোট ভেঙে নতুন হঠাৎ নির্বাচনের ডাক দেওয়ায় বিরোধী দলগুলোও নেতানিয়াহুবিরোধী তৎপরতা শুরু করে।
ইয়ার লাপিদ ঠিক কী করছেন তা জানা না গেলেও লিভনি ইতোমধ্যে বামপন্থি লেবার পার্টির প্রধান ইতঝ্যাক হেরজংয়ের সঙ্গে সাক্ষাৎ করে নেতানিয়াহুবিরোধী জোট গঠনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন।
লিভনি জানান, তিনি এবং হেরজং নেতানিয়াহুবিরোধী একটি জোটগঠনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। তিনি বলেন, আমরা এমন জোট গঠন করবো যেখানে আশার বাণী থাকবে। আমরা আশা করি কেউ নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হবেন এবং সেটা সম্ভব।
দৈনিক গ্লোবস ইকোনমিকের একটি জরিপ বলছে, লিভনির হতনুয়া ও হেরজংয়ের লেবার পার্টি মিলে জোট গঠন করলে তারা আগাম নির্বাচনে নেসেটের বেশ কিছু আসন দখলে নিতে পারবে, যেটা নেতানিয়াহুর কাঙ্ক্ষিত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠনে বাধা হয়ে দাঁড়াতে পারে। সে কারণেই পরিস্থিতি বুঝে নিতে নির্বাচনের জন্য আরও সময় চাইছেন নেতানিয়াহু।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪