ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নৌকাডুবিতে ইথিওপিয়ার ৭০ নাগরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
নৌকাডুবিতে ইথিওপিয়ার ৭০ নাগরিকের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: ইয়েমেনের পশ্চিম উপকূলে লোহিত সাগরে নৌকাডুবিতে কমপক্ষে ৭০ জন ইথিওপিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।
 
প্রচণ্ড ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ইয়েমেনের আল-মাখা সমুদ্র বন্দর এলাকায় ডুবে যায় বলে জানায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


 
শনিবার এ দুর্ঘটনা ঘটে। তবে, বিষয়টি রোববার রাতে আন্তর্জাতিক বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশ হয়।
 
মৃত ব্যক্তিরা ইয়েমেনে দেশান্তর হচ্ছিল। প্রতি বছর হাজার হাজার ইথিওপিয়ান নাগরিক সমুদ্রপথে ইয়েমেনে দেশান্তর হন। তাদের মধ্যে শত শত নাগরিক সমুদ্রে ডুবে মারা যায় বলে জানা গেছে।
 
লোহিত সাগর দেশান্তরের জন্য পৃথিবীর বড় একটি রাস্তা। আফ্রিকার বিভিন্ন দরিদ্র দেশের নাগরিকরা ভালো চাকরি, বাসস্থান ও খাবারের আশায় দেশান্তর হয়।  
 
তারা সৌদি আরব কিংবা পার্শ্ববর্তী অন্য কোনো উন্নত রাষ্ট্রে যাওয়ার  উদ্দেশ্যে দালালদের মাধ্যমে সমুদ্রপথে যাত্রা করে। কিন্তু বেশিরভাগ সময়ই তারা কাঙ্খিত দেশে পৌঁছাতে পারেনা।  

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।