ঢাকা: আফগানিস্তানের কান্দাহারে পুলিশ সদরদপ্তরে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পুলিশ সদস্য ও চারজন
বেসামরিক নাগরিক রয়েছেন।
ডন অনলাইন জানায়, পুলিশের পোশাক পরিহিত হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে কান্দাহারের মাইওয়েন্ড জেলায় পুলিশ দপ্তরে হামলা চালায়। সেখানে পুলিশ বাধা দিলে বন্দুকযুদ্ধ শুরু হয়। দুই ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ চলে। একপর্যায়ে হামলাকারী নিহত হয়।
দক্ষিণ আফগানিস্তানের তালেবানের মুখপাত্র কাদরি ইউসুফ আহমাদি হামলার কথা স্বীকার করেছেন।
দীর্ঘ ১৩ বছরের আফগানিস্তান যুদ্ধের মধ্যে এটিই সবচেয়ে রক্তক্ষয়ী বছর। এ বছরের প্রতিদিনই আফগানিস্তানের কোথাও না কোথাও একাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪