ঢাকা: শতাধিক ভিয়েতনামি নববধূকে খুঁজছে চীনের পুলিশ। চীনের হেবাই প্রদেশের প্রত্যন্ত গ্রাম হানদানে সম্প্রতি বিয়ে করেন ওইসব নারী।
বিবিসির খবরে বলা হয়, চীনে বসবাসরত যে ভিয়েতনামি নারী ঘটকের মাধ্যমে তাদের বিয়ে হয়েছিল তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
চায়না ডেইলি জানায়, ‘সংঘবদ্ধ চক্র’ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। কারণ বিয়ের জন্য চীনের পুরুষরা হাজার হাজার ইউয়ান পরিশোধ করেছে। বিরাট অঙ্কের টাকা নিয়েই উধাও হয়ে গেছেন ঘটক।
এক সন্তাননীতির কারণে চীনে নারী-পুরুষের সংখ্যায় ভারসাম্যহীনতার (জেন্ডার ইমব্যালেন্স) চীনের দীর্ঘদিনের সমস্যা। এ কারণে চীনের অবিবাহিত দরিদ্র তরুণরা দক্ষিণ-পূর্ব এশিয়ার নারীদের বিয়ে করে থাকে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪