ঢাকা: সুখস্মৃতিকে সঙ্গে রেখে বিস্মৃতিকে বিদায় করে বর্ণিল আতশবাজিতে নতুন বছরকে স্বাগত জানালো প্রশান্ত মহাসাগরের দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পূর্বের দেশ দু’টিতে ঘড়ির কাঁটা ২০১৫ সালের ১ জানুয়ারি ছুঁতেই আতশবাজির রঙে রঙিন হয়ে ওঠে সেখানকার আকাশ।
বিশেষত সিডনির হার্বার ব্রিজ ও অপেরা হাউসে নানা রঙের আতশবাজিতে রঙিন হয়ে ওঠে।
বর্ণিল আতশবাজি রঙিন করে তোলে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের স্কাই টাওয়ার ও এর আশপাশকেও।
নতুন বছরকে স্বাগত জানাতে বাহারি সাজ নেয় অসি-কিউই জনগণও।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিভিন্ন হাতে- মাসলে- পিঠে ২০১৫ সালকে স্বাগত জানিয়ে ট্যাটু এঁকেছেন উচ্ছ্বসিত তরুণ-তরুণী-কিশোর-কিশোরীরা।
এর আগে, অনেক স্মৃতি-বিস্মৃতির ২০১৪-কে বিদায় জানাতেও সিডনি অপেরা হাউস, হার্বার ব্রিজ এবং নিউজিল্যান্ডের সৈকতগুলোতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪