ঢাকা: বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করলো ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)।
ওই ব্যক্তির নাম রেজাউল করিম।
গত ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনায় দু’জনের মৃত্যু হয়। গুরুতরভাবে জখম হয় এক জন। ঘটনার তদন্তে নেমে প্রচুর বিস্ফোরক উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যে বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার হয়, বর্ধমানের বাদশাহি রোডের সেই বাড়িতেই এক সময়ে রেজাউল থাকতেন বলে জানিয়েছেন গোয়েন্দারা। ওই বাড়ি থেকে প্রায় ৪০টি সকেট বোমা এবং দেশি বোমা উদ্ধার করা হয়। রঘুনাথগঞ্জেও করিমের একটি আস্তানা আছে বলে দাবি করেছিলো ভারতীয় গোয়েন্দারা।
বিস্ফোরণের পর করিমের নামে পাঁচ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিলো সরকার। রোববার রেজাউলকে আদালতে তোলা হবে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫