ঢাকা: হাজারও মানুষ সমেবেত হয়েছিলেন অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শহর কোয়ার্নসে। কারো হাতে ফুল, কারো হাতে ঘৃণা বা সমবেদনার প্লাকার্ড।
গত ১৯ ডিসেম্বরে এ কোয়ার্নস এলাকাই সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়ার এক নিকৃষ্টতম অধ্যায়ের। সে দিন দুর্বৃত্তদের হাতে প্রাণ হারায় এই শহরের ৮ শিশু। যাদের বয়স ছিল মাত্র দেড় বছর থেকে ১৪ বছরের মধ্যে। নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয় তাদের প্রত্যেককে। শনিবার তাদের শেষকৃত্যেই এই শোকাবহ মানুষের গণজমায়েত।
এই আয়োজনকে সেখানকার বাসিন্দারা তাদের ভাষাই বলছে ‘কেরিবা ওমাস্কা’ যার অর্থ আমাদের সন্তানদের জন্য। সকল মা যেন আজ তারই সন্তান আর সকল শিশুরা যেন তাদের ভাইবোনকে হারানোর বেদনায় কাতর।
৫ হাজারেরও বেশি মানুষ এ শেষকৃত্যে স্থানীয় কনভেনশন সেন্টারে জমা হন। সমবেতভাবে নিহত শিশুগুলোর জন্য স্রষ্টার কাছে প্রার্থনা জানান তারা।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট তার বিবৃতিতে দিনটিকে দুঃখজনক ও অবর্ণনীয় বলে উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫