ঢাকা: ভারত সফর শেষে পাকিস্তানে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সোমবার দুই দিনের সফরে রাওয়ালপিন্ডিতে পৌঁছান কেরি।
ডন অনলাইন জানায়, সফরে কেরি পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনীতিক, সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বৈঠক করবেন।
সোমবার সন্ধ্যায় কেরি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করবেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের যুক্তরাষ্ট্রের মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। এরপর দুই দেশের মধ্যে নিরাপত্তা ইস্যুতে সেনাবাহিনী প্রধান রাহেল শরিফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কেরির।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫