ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্রে কাঠগোড়ায় দাঁড়াতে হবে না। কারণ ২০০২ সালে মুখ্যমন্ত্রী থাকাকালে গুজরাটে দাঙ্গা ঠেকাতে ব্যর্থতার যে অভিযোগে উঠেছিল তা থেকে তিনি রেহাই পেয়েছেন।
বুধবার নিউইয়র্কের ফেডারেল জাজ কোর্ট মামলাটি খারিজ করে দেন। বিচারক অ্যানালিসা টোরেস জানান, যুক্তরাষ্ট্রের আদালতে দায়েরকৃত নাগরিক মামলা থেকে রাষ্ট্রের প্রধান হিসেবে দায়মুক্তি পেতে পারেন মোদি যুক্তরাষ্ট্রে মোদির প্রথম সফরের প্রাক্কালে দ্য আমেরিকান জাস্টিস সেন্টার নামে একটি মানবাধিকার সংস্থা মামলাটি দায়ের করেছিল। অভিযোগ মোদি দাঙ্গায় উত্তেজনা ছড়িয়েছেন। খবরটি সেসময় আন্তর্জাতিকভাবে বেশ আলোচিত হয়েছিল।
মোদি বরাবরই তার বিরুদ্ধে আনীত অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন। এর আগে ভারতে একই অভিযোগে তার বিরুদ্ধে সব অভিযোগ খারিজ হয়ে যায়।
গুজরাট দাঙ্গায় ১ হাজারের বেশি মানুষ নিহত হন।
প্রজাতন্ত্র দিবসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের আদালত মোদিকে নিষ্কৃতি দিল।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫