ঢাকা: যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্ক স্বাভাবিকরণের ঘোষণা আসে আগেই। এবার মার্কিন কংগ্রেসনাল প্রতিনিধি দল হাভানায় পা ফেলে তার প্রমাণ রাখল।
সফরে ডেমোক্র্যাট রাজনীতিকরা কিউবার শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ও বেসামরিক নাগরিকদের সঙ্গে আলোচনায় বসবেন। দু’দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে বাস্তবিক কি কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ১৭ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক ঘোষণায় কিউবার সঙ্গে অচলাবস্থা নিরসনের ঘোষণা দেন। পরে তার কথায় ইতিবাচক সাড়া দেন কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫