ঢাকা: বিশ্বের সবচেয়ে ধনী এক ভাগ মানুষের মোট সম্পদ ২০১৬ সালে বাকি ৯৯ ভাগকে ছাড়িয়ে যাবে।
সোমবার প্রকাশিত দারিদ্র বিরোধী আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটির গবেষণায় দেখা গেছে, সবচেয়ে ধনীদের দখলে থাকা বিশ্বের মোট সম্পদের শেয়ার ২০০৯ সালের তুলনায় ২০১৪ সালে বৃদ্ধি পেয়েছে। ২০৯৯ তাদের হাতে শেয়ার ছিল ৪৪ ভাগ অথচ গতবছর তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৮ ভাগ।
অক্সফামের ভবিষ্যতবাণী, এই ধারা অব্যাহত থাকলে ধনীরা ২০১৬ সালের মধ্যে বিশ্বের মোট সম্পদের ৫০ ভাগের বেশি মালিক হয়ে যাবেন।
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন শুরুর প্রাক্কালে এ গবেষণার ফলাফল প্রকাশ করা হল। সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় রাজনীতিক ও কোটিপতিরা অংশ নেবেন। বিশ্বের এই ব্যাপক বৈষম্যের কারণে তারা চাপের মধ্যে পড়বেন।
অক্সফাম জানায়, চলতি সপ্তাহে শুরু হতে যাওয়া সম্মেলনে ধনী-গরিবের মধ্যে ফারাক কমানোর জন্য তারা যথাসাধ্য ভূমিকা রাখার চেষ্টা করবেন।
সংস্থাটির নির্বাহী পরিচালক উইন্নি বায়ানিয়ামা দাভোসের সম্মেলনের সভাপতিত্ব করবেন। এক বিবৃতিতে তিনি জানান, বৈষম্য দূরীকরণে জরুরি পদক্ষেপ নিতে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অক্সফাম বৈষম্য কমাতে কোম্পানির কর ফাঁকি বন্ধ, সব শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ সাত দফা দাবি উপস্থাপন করেছে।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘন্টা, জানুয়ারি ১৯, ২০১৫/আপডেট : ১৮৩৭ ঘণ্টা