ঢাকা: দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৮।
শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টা ৪৭ মিনিটে রাজধানী পোর্ট ভিলার ৮৪ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ২১৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পটি আঘাত হানার পর কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করেনি কর্তৃপক্ষ। এছাড়া, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫