ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিসের নির্বাচনে কট্টরপন্থি সিরিজা পার্টির জয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
গ্রিসের নির্বাচনে কট্টরপন্থি সিরিজা পার্টির জয় ছবি : সংগৃহীত

অ্যাথেন্স: গ্রিসের গুরুত্বপূর্ণ আগাম সাধারণ নির্বাচনে সাশ্রয়মূলক কর্মসূচি বিরোধী সিরিজা পার্টি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। এর ফলে দেশটির আন্তর্জাতিক অর্থনৈতিক পুনরুদ্ধার প্রশ্নে আবার আলোচনা শুরুর দিকে যেতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।



৪০ বছর বয়সী আলেক্সিস সিপরামের নেতৃত্বাধীন সিরিজা পার্টি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী অ্যান্টোনিও সামারাসের নিউ ডেমোক্রেসি পার্টিকে পরাজিত করেছে।

নির্বাচনের প্রদত্ত ভোটের প্রায় ৭৫ ভাগ গণনা শেষ হয়েছে। এর মধ্যে ১৪৯টি রাজ্যে সিরিজা পার্টি জয় লাভ করেছে। একক ভাবে সংখ্যাগরিষ্টতা অর্জন থেকে আর মাত্র ২সিট পেছনে রয়েছে দলটি।

বামপন্থি নেতা সিপরাম গ্রিসের বিপুল অংকের ৩১৪ বিলিয়ন ডলার ঋণ গ্রহণ প্রশ্নে পুনরায় আলোচনা  এবং ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পুনরুদ্ধারের সঙ্গে সম্পর্কিত মজুরি হ্রাস ও সরকারি ব্যয় সংকোচনের অবসান ঘটাতে চান।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।