ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় দ্বীপপূঞ্জের পশ্চিম সাগরে ৭.৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, জুন ১৩, ২০১০

নিকোবর: ভারতের নিকোবর দ্বীপপূঞ্জের কাছে এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তরপশ্চিম প্রান্তে গতকাল শনিবার অত্যন্ত শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭।



মার্কিন ভূতাত্ত্বিক জরীপ বিভাগ জানায় ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নিকোবর দ্বীপপূঞ্জের মিশা অঞ্চল থেকে ১০৭ মাইল পশ্চিমে ও সমুদ্রের ৩৩ কিলোমিটার গভীরে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র থেকে ভারত মহাসাগরের সকল অঞ্চলের জন্য প্রাথমিকভাবে সুনামি পর্যবেক্ষণের আগাম বার্তা জারি করা হয়।

তবে সর্বশেষ খবরে জানা যায় এই নির্দেশ এখন তুলে নেয়া হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১৫ঘন্টা, ১৩জুন, ২০১০
এসআইএস/ডিসি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।