ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন বিমান বাহিনীর নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের হামলায় সিরিয়ার তিন সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন।
রোববার (৬ ডিসেম্বর) উত্তরাঞ্চলের দেইর আল জোর প্রদেশের একটি এলাকায় এ হামলা চালানো হয়। সিরিয়ার মানাবিধকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর’র বরাত দিয়ে সোমবার (৭ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
সংবাদমাধ্যম বলছে, দেইর আল জোরের বিশাল এলাকা ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে রয়েছে। আইএসের বিরুদ্ধে অভিযান শুরুর পর এ প্রথমবার সিরিয়ার সরকারি বাহিনীর স্থাপনায় বোমা পড়লো পশ্চিমা বাহিনীর।
এসওএইচআর জানায়, প্রথমে পশ্চিমা যুদ্ধবিমানের বোমা প্রদেশের আয়াশ শহর সংলগ্ন সায়েকা নামে একটি সেনাক্যাম্পে আঘাত করে। এতে তিন সৈন্য নিহত ও ১৪ জন আহত হয়। এরপর দেইর আল জোর শহরে আরেকটি বিমান হামলা চালায় বিমান বাহিনী। এতেও এক নারী ও তার দুই সন্তান নিহত হয়।
সিরীয় সৈন্যদের ক্যাম্পে পশ্চিমা বিমান বাহিনীর হামলার বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন বা দামেস্ক।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এইচএ/