ঢাকা: পাকিস্তান সফরে যাচ্ছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) পাকিস্তানে যাবেন সুষমা। পরদিন বুধবার (০৯ ডিসেম্বর) দেশটির উচ্চ পর্যায়ের একটি টিমের সঙ্গে তাদের আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া সাক্ষাৎ হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের সঙ্গেও।
বিগত তিন বছরে ভারতের বড় কোনো কূটনৈতিক প্রতিনিধি দলের পাকিস্তানে এটিই প্রথম সফর। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (০৬ ডিসেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারত-পাকিস্তানের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে জম্মু-কাশমির ইস্যু ছাড়াও সীমান্ত বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
আইএ