ঢাকা: সিরিয়ায় দোহাভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক ফটোসাংবাদিক নিহত হয়েছেন। জাকারিয়া ইব্রাহিম নামে ওই সাংবাদিক ছয় দিন আগে হোমস প্রদেশে আহত হন।
সোমবার (০৭ ডিসেম্বর) জাকারিয়া নিহত হন বলে মঙ্গলবার (০৮ ডিসেম্বর) জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।
খবরে বলা হয়, হোমস প্রদেশের তেলদো গ্রামে জাকারিয়ার সংবাদ সংগ্রহের সময় বিদ্রোহী ও বাশার বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
হোমসে আলজাজিরার প্রতিবেদক জালাল আবু সুলাইমান জানিয়েছেন, জাকারিয়া স্রাপ্নেলের আঘাতে আহত হন। ঘটনার দিনই হাসপাতালে নেওয়ার পর তার দেহ থেকে স্রাপ্নেল অপসারণ করা হয়। কিন্তু তারপরও জাকারিয়ার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরএইচ