ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দরপতনে রেকর্ড গড়লো অপরিশোধিত ব্রেন্ট তেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
দরপতনে রেকর্ড গড়লো অপরিশোধিত ব্রেন্ট তেল

ঢাকা: দরপতনে রেকর্ড গড়েছে অপরিশোধিত ব্রেন্ট তেল। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে এর দর ব্যারেল প্রতি ৩৯ দশমিক ৯৪ ডলারে (৩ হাজার ১২১ টাকা) নেমে যায়।



২০০৯ সালের পর এই প্রথম এ তেলের দর এতোটা পড়লো বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

এদিকে, ইউএস বেঞ্চমার্ক ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েটে স্থানীয় সময় বিকালে এ তেলের দর ব্যারেল প্রতি ৩৬ দশমিক ৭৪ ডলারে (২ হাজার ৮৭১ টাকা) নেমে গেছে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক’র সর্বশেষ বৈঠকটি সিদ্ধান্তহীন শেষ হওয়ার কারণেই এমনটা ঘটলো। গত ৪ ডিসেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনায় বসেন ওপেকভুক্ত রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা।

চার ঘণ্টায় এ বৈঠক শেষ হওয়ার কথা থাকলেও তুমুল তর্ক-বিতর্কের মধ্য দিয়ে তা চলে সাত ঘণ্টা। তারপরও তেলের দরপতন ঠেকানো ও উৎপাদন হ্রাসের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এ জোট।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।