ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের স্থাপনায় রুশ সাবমেরিন মিসাইলের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
আইএসের স্থাপনায় রুশ সাবমেরিন মিসাইলের আঘাত

ঢাকা: প্রথমবারের মতো ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে পরিচালিত অভিযানে সাবমেরিন ব্যবহার শুরু করেছে রাশিয়া। ভূমধ্যসাগরে অবস্থানরত একটি সাবমেরিন থেকে জঙ্গি সংগঠনটির স্থাপনা লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে দেশটি।



রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্জেই শোইগু বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রাক্কায় আইএসের দু’টি বড় স্থাপনা লক্ষ্য করে ভূমধ্যসাগরে অবস্থানরত সাবমেরিন রোস্তভ-অন-দন থেকে কেলিব্রে মিসাইল ছোড়া হয়েছে।

এ অভিযানের আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা দৃঢ়বিশ্বাসের সঙ্গে বলতে পারি, এ হামলার ফলে আইএসের দু’টি অস্ত্র সংরক্ষণাগার ও মাইন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।

সার্জেই শোইগু আরও জানান, গত তিনদিনে সিরিয়ায় তিনশ’রও বেশি অভিযান পরিচালনা করেছে রুশ জঙ্গিবিমানগুলো। এসব অভিযানে ছয়শ’রও বেশি আইএস স্থাপনায় আঘাত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।