ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ধোঁয়া মোকাবেলায় চীনকে ২৩০০ কোটি টাকা দিচ্ছে এডিবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ধোঁয়া মোকাবেলায় চীনকে ২৩০০ কোটি টাকা দিচ্ছে এডিবি ছবি: সংগৃহীত

ঢাকা: বেইজিং ও এর আশেপাশের এলাকায় ধোঁয়া ও দূষণ মোকাবেলায় চীনকে তিনশ মিলিয়ন ডলার (২ হাজার ৩৪২ কোটি ১১ লাখ টাকা) ঋণ সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

এডিবি বলেছে, বেইজিংয়ে বায়ুদূষণ এমনটা একটা পর্যায়ে পৌঁছেছে যা স্বাস্থ্য ও টেকসই উন্নয়নকে ব্যহত করছে।

এ ঋণ সহায়তার আওতায় বেইজিং এবং এর নিকটবর্তী হেবিয়ে ও তিয়ানজিনে দূষণরোধে কাজ করা হবে। এই অঞ্চলে দশ কোটির বেশি মানুষের বাস।

এডিবি’র নগর উন্নয়ন বিশেষজ্ঞ সাতোশি ইশি বলেছেন, আমাদের এ ঋণ দূষণ রোধ ও পরিবেশ ব্যবস্থাপনায় একটি স্থিতিশীল ফ্রেমওয়ার্ক নির্ধারণে সহায়তা করবে।

এক বিবৃতিতে এডিবি জানিয়েছে, জার্মান কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকও এ ঋণ সহায়তায় অংশ নিচ্ছে। ব্যাংকটি ১৬৪ মিলিয়ন ডলার (১ হাজার ২৮০ কোটি ৩৫ লাখ টাকা) দিচ্ছে।

ধোঁয়ার কারণে বেইজিংয়ে প্রথমবারের মতো ‘বিপদ সংকেত’ জারির পরপরই চীন সরকারের সঙ্গে এডিবি’র এ ঋণচুক্তি হলো।

এদিকে, ধোঁয়ায় ছেয়ে যাওয়ায় বেইজিংয়ে সবগুলো স্কুল ও নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে গাড়ি ব্যবহার সীমিত ও কারখানাগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।