ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জেনেভায় বিস্ফোরকসহ দুই সিরিয়ার নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
জেনেভায় বিস্ফোরকসহ দুই সিরিয়ার নাগরিক আটক ছবি: সংগৃহীত

ঢাকা: সুইজারল্যান্ডে দুই সিরিয়ার নাগরিককে বিস্ফোরক দ্রব্যসহ আটক করা হয়েছে। যে কোনো ধরনের সহিংসতার আশঙ্কায় তাদের সন্দেহভাজন হিসেবে ধরা হয়।

পুলিশ বলছে, তারা নিষিদ্ধ ঘোষিত কোনো সন্ত্রাসী বা জঙ্গি দলের হয়ে কাজ করতে পারে।

স্থানীয় সময় শুক্রবার জেনেভা থেকে তাদের আটক করা হয়। দেশটির ফেডারেল প্রসিকিউটর অফিস থেকে শনিবার এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

প্রসিকিউটর অলিভিয়ার জরনট বলেন, সিরিয়ার পাসপোর্টধারী ওই দুই ব্যক্তি অতি সম্প্রতি এখানে এসেছেন। তারা ফারসি জানেন না। এ দু’জন নিশ্চিতভাবে জঙ্গি সদস্য তা এখনই বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।