ঢাকা: মরিশাস থেকে প্যারিস যাওয়ার পথে বোমা হামলার শঙ্কায় কেনিয়ায় জরুরি অবতরণ করেছে এয়ার ফ্রান্সের একটি যাত্রীবাহী প্লেন।
রোববার (২০ ডিসেম্বর) বোয়িং-৭৭৭ সিরিজের প্লেনটি কেনিয়ার মোমবাসায় মোই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটির টয়লেটে সন্দেহজনক একটি প্যাকেজ পাওয়া যাওয়ায় এর ক্যাপ্টেন মোমবাসায় অবতরণের অনুমতি চায়।
কেনিয়া পুলিশের মুখপাত্র চার্লস ওবিনো জানিয়েছেন, প্লেনটি নিরাপদে অবতরণ করার পর সন্দেহজনক প্যাকেজটি বোমা বিশেষজ্ঞরা উদ্ধার করেছেন। এখন এটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
টুইটারে কেনিয়ার বিমানবন্দরটির কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, এয়ার ফ্রান্সের প্লেনটি অবতরণের সঙ্গে সঙ্গে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তবে কিছু পরই পুনরায় আবার সব কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরএইচ