ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় এক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে আল-শাবাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
সোমালিয়ায় এক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে আল-শাবাব ছবি: সংগৃহীত

ঢাকা: প্রকাশ্যে সোমালিয়ার এক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে জঙ্গি সংগঠন আল-শাবাব। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলীয় লোয়ার শাবেলে এলাকার এক নেতাকেও হত্যা করা হয়েছে।



বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) স্থানীয়দের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। বুধবার (২৩ ডিসেম্বর) বারিরে শহরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই শহর রাজধানী মোগাদিসু থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে। দুই মাস আগে শহরটি দখল করে নেয় আল-শাবাব।

খবরে বলা হয়, দুই শতাধিক স্থানীয় লোকজনের সামনেই ওই দু’জনকে গুলি করে হত্যা করা হয় এদিন।

এক প্রত্যক্ষদর্শী একটি সংবাদমাধ্যমকে বলেছেন, আল-শাবাবের পক্ষ থেকে আমাদের জমায়েত হতে বলা হয়। ঘটনাস্থলে গিয়ে আমরা দেখলাম, ওই সেনা কর্মকর্তা ও নেতার হাত-পা বেঁধে রাখা হয়েছে। সবার সামনে তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।

হত্যাকাণ্ডের পর এক বিবৃতিতে জঙ্গি সংগঠনটির এক মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব বলেন, শরিয়া আইন অনুযায়ী তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তবে কি কারণে তাদের হত্যা করা হলো, সে বিষয়ে কিছু জানানো হয়নি আল-শাবাবের বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।