ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারী বৃষ্টি ও ভূমিধসে দক্ষিণ আমেরিকায় ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
ভারী বৃষ্টি ও ভূমিধসে দক্ষিণ আমেরিকায় ১০ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দক্ষিণ আমেরিকায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভূমিধসে ব্রাজিলে মৃত্যু হয়েছে চারজনের।

আর বন্যায় প্যারাগুয়েতে চারজন ও আর্জেন্টিনায় দু’জনের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (২৭ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রায় দুই লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলেও জানানো হয়েছে খবরে। এর মধ্যে প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও উরুগুয়েতে ১ লাখ ৬০ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

প্যারাগুয়ের আবহাওয়া অধিদফতরের পরিচালক জুলিয়ান বায়েজ বলেছেন, যদি এভাবে বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে এবারের বন্যা ১৯৮৩ সালের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। ওই বছর প্যারাগুয়ের রাজধানী শহরসহ প্রায় পুরো দেশই জলমগ্ন হয়ে পড়েছিল।

বিজ্ঞানীরা বলছেন, এল-নিনো’র প্রভাবে এমন আগাম বর্ষণ দেখা দিয়েছে দক্ষিণ আমেরিকায়।

বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।