ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে চার ‘জঙ্গি’র ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
পাকিস্তানে চার ‘জঙ্গি’র ফাঁসি কার্যকর

ঢাকা: চার ‘জঙ্গি’র ফাঁসি কার্যকর করেছে পাকিস্তান। কোহাত কেন্দ্রীয় কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয় বলে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।



দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নূর সাঈদ এলিয়াস হাফিজ সাহিব, মুরাদ খান, ইনায়েতুল্লাহ ও ইসরারুদ্দিন এলিয়াস আবু লাইস। চলতি মাসের প্রথমদিকে তাদেরকে কালো তালিকা ভুক্ত করেন দেশটির সেনা প্রধান জেনারেল রাহীল শরিফ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে হত্যা, আত্মঘাতী বোমা হামলা, অপহরণ করে মুক্তিপণ আদায় ও সন্ত্রাসী সংগঠনকে অর্থায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে চার জঙ্গির ফাঁসি কার্যকর করে পাকিস্তান। গত বছর পেশোয়ারে সেনাবাহিনীর স্কুলে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার দায়ে তাদের এ দণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।