রাজধানী জাকার্তা থেকে ৫০ কিলোমিটার দূরে ২৩০ জন আরোহী নিয়ে তিদুং দ্বীপে যাওয়ার পথে ‘দ্য জাহারো এক্সপ্রেস’ ফেরিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, রওনা দিয়ে দেড় কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর ফেরিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফেরির এক যাত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, রওনা দেওয়ার ১৫ মিনিট পর ফেরিতে আগুন ধরে যায়। এ সময় ফেরিতে থাকা যাত্রীরা লাইফ জ্যাকেটের জন্য হুড়োহুড়ি শুরু করেন।
ইন্দোনেশিয়ার জরুরি দুর্যোগ ব্যবস্থাপনার এক কর্মকর্তা বলেন, ফেরিটি ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী বহন করছিলো। নতুনবর্ষ উদযাপন করতে তারা ওই দ্বীপে যাচ্ছিলেন। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
দেশটিতে পরিবহন ব্যবস্থায় ফেরি গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও নিরাপত্তা ব্যবস্থা একেবারের নাজুক। ফলে প্রতিবছর ফেরি দুর্ঘটনায় প্রচুর মানুষের প্রাণহানি হয়।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
জেডএস