বড় আকারের একটি স্টেডিয়ামের মতো ডোমগুলো অনেকটা গ্রিনহাউজের মতো দেখতে। যেগুলো লম্বায় ৫০ মিটার, প্রস্থে ২০ মিটার ও ১০ মিটার উচ্চতার।
শুক্রবার (৬ জানুয়ারি) এমনটি জানিয়েছে ইএফই নিউজ।
বেইজিং-বেজড কোম্পানি মেটাস্পেস এয়ার ডোম করপোরেশন এটি তৈরি করেছে। এতে রয়েছে বাতাস বিশুদ্ধকরণ এক ধরনের ফিল্টার, যার সাহায্যে ভেতরের বাতাস থাকে দূষণমুক্ত।
কেন্দ্রীয় ও উত্তর চীনের বিভিন্ন অঞ্চলের বায়ুদূষণে মাত্রা অতিরিক্ত বেড়ে গেছে। সহ্যসীমার চেয়ে যা পাঁচগুণ বেশি। কিন্তু নতুন এ বাতাস গম্বুজের ভেতর এর মাত্রা একেবারেই কম।
হেনান প্রদেশের লিংকি শহরের একটি স্কুলে খেলার মাঠে দূষণের মধ্যে পরীক্ষা নিলে বিষয়টি আলোড়ন সৃষ্টি করে। এ ছবি ছড়িয়ে পড়লে স্কুলের প্রিন্সিপালকে বরখাস্ত করা করা হয়।
অতিরিক্ত বায়ুদূষণ থেকে বাঁচতে অভিভাবকরা এ ধরনের বাতাস গম্বুজ ব্যবহারের দাবি জানিয়ে আসছিল। শুক্রবার দেশটির শিক্ষা কমিশন বিষয়টি আমলে নিয়ে এ ধরনের ব্যবস্থা নিতে বলেছে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এএ