শুক্রবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। ব্রোয়ার্ড কাউন্টি শেরিফের বিভাগ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
বিবিসি ফোর্ট লডারডেল বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে উল্লেখ করে, টার্মিনাল-২ এর ব্যাগেজ সেকশনে এ হামলা করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, কয়েকশ’ মানুষ সেসময় বিমানবন্দরের ভেতরে অবস্থান করছিল।
হোয়াইট হাউজের সাবেক প্রেস সচিব এরি ফ্লেইচার এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘আমি এখন ফোর্ট লডারডেল বিমানবন্দরে অবস্থান করছি। এখানে গুলি করা হচ্ছে। সবাই দিকবিদিক ছোটাছুটি করছে। ’
দেশটির ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানবন্দরে বিমানের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। বৃহত্তর মিয়ামি এলাকায় যাওয়ার জন্য পর্যটকরা প্রধানত ফোর্ট লডারডেল বিমানবন্দর ব্যবহার করে থাকে।
বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
আরএ