শনিবার (৭ জানুয়ারি) আলেপ্পোর উত্তরাঞ্চলীয় শহর আজাজের মধ্যাঞ্চলের ওই জনাকীর্ণ মার্কেটে এ বোমা হামলা হয়। সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
এসওএইচআর’র প্রধান রামি আবদুররহমান সংবাদমাধ্যমকে জানান, আদালতপাড়ার কাছে বিদ্রোহীদের একটি ক্যাম্প সংলগ্ন মার্কেটটিতে হঠাৎ বোমার বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন ৪৩ জন, যাদের মধ্যে ৬ বিদ্রোহী যোদ্ধাও ছিলেন। বোমার আঘাতে আদালত ভবন, সরকারি কিছু দালান ক্ষতিগ্রস্ত হয়।
কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এইচএ/