এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় আক্রান্ত হয়েছেন বিভিন্ন প্রদেশের সাত লাখেরও বেশি মানুষ।
সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন থাই স্বরাষ্ট্রমন্ত্রী।
সামুই, ফাংগানসহ কিছু স্থানে বাতিল হয়েছে ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন দেশটিতে অবস্থানরত পর্যটকরা।
আগামী সোমবার (০৯ জানুয়ারি) নাগাদ বৃষ্টিপাত চলতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর।
এদিকে বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করে দেশটির প্রধানমন্ত্রী জানান, বন্যার্তদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
আইএ