ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যয় অনিয়মের অভিযোগে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
ব্যয় অনিয়মের অভিযোগে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী সুজান লে

ঢাকা: ভ্রমণ ব্যয়ে অনিয়মের অভিযোগের মুখে সাময়িক সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী সুজান লে। ইতোমধ্যে বিষয়টির তদন্ত শুরু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সুজানের এ ‘স্ক্যান্ডাল’ পুর্ননির্বাচিত প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সরকারের মাত্র ছয় মাসের মন্ত্রিসভার পুনর্বিন্যাসের দিকে ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে।   

সুজান লে’র বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি ব্যক্তিগত ভ্রমণের ট্যাক্স তিনি সরকারি কোষাগার থেকে পরিশোধ করেছেন, যা গত সপ্তাহ থেকে আলোচনায় ছিলো।

ভ্রমণ স্থানে ২০১৫ সালে তিনি একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও ক্রয় করেছেন।  

অভিযোগের বিষয়ে তদন্তকালে কর্মকর্তাদের এ বিষয়ে যথাযথ সাহায্য করবেন বলে লে রাজি হয়েছেন, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী টার্নবুল।  

এক বিবৃতিতে টার্নবুল বলেন, মন্ত্রিসভার সদস্যরা আচরণ ও কর্মক্ষেত্রে তাদের সর্বোচ্চ মান রক্ষা করবেন এমনটা আমি আশা করি। বিশেষ করে জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।